বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নায়করাজের জীবনী

শোবিজ প্রতিবেদক

নায়করাজের জীবনী

আসছে নায়করাজ রাজ্জাকের জীবনী। সম্প্রতি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে ২০১৬-১৭ অর্থবছরের গবেষণা কর্মের ওপর হয়ে গেল এক সেমিনার। ১৩টি গবেষণা কর্মের একটির বিষয় হলো ‘নায়করাজ রাজ্জাক : জীবন ও কর্ম’। গবেষণার প্রবন্ধ উপস্থাপক ও গবেষক ইসমত জেরিন। জানা যায়, ‘নায়করাজ রাজ্জাক : জীবন ও কর্ম’ শীর্ষক গবেষণাটি প্রায় শেষ দিকে। এ গবেষণায় উঠে এসেছে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেও নায়করাজ কীভাবে সংস্কৃতিমনা হয়ে উঠলেন। একজন ফুটবলার হয়েও অভিনয়কে বেছে নিলেন। থিয়েটার থেকে রুপালি পর্দায়, এরপর নায়ক থেকে নায়করাজ সবই উঠে এসেছে। তার জীবনের পরতে পরতে যে উত্থান ঘটেছে তারই সন্নিবেশ ঘটানো হয়েছে। ফিল্ম আর্কাইভ এবং তথ্য মন্ত্রণালয়ের অনুমতির পর নায়করাজ রাজ্জাকের জীবনী নিয়ে এ বইটি প্রকাশ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর