শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বহুমাত্রিক সেলিম

শোবিজ প্রতিবেদক

বহুমাত্রিক সেলিম

ছোট ও বড় পর্দার বহুমাত্রিক অভিনেতা শহীদুজ্জামান সেলিম। পাশাপাশি মঞ্চেও তার সপ্রতিভ উপস্থাপনা।  গেল বছর ‘অজ্ঞাতনামা’ ছবিটি সেলিমের প্রশংসার মুকুটে জুড়ে দিয়েছে আরও একটি ঝলমলে পালক।  এরই মধ্যে হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ শিরোনামের আরও একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। তুখোড় এই অভিনেতা বলেন, ‘অজ্ঞাতনামা’ আর ‘সুলতানা বিবিয়ানা’ দুটি দুই ধরনের ছবি। একজন অভিনেতা হিসেবে আমি মনে করি, আমার সব ধরনের ছবিতে অভিনয় করা প্রয়োজন। এরই মধ্যে যে কয়েকটি ছবিতে অভিনয় করেছি প্রতিটিতে আমার চরিত্রগুলো ছিল ভিন্ন আলোয় আলোকিত।’ 

শুধু চলচ্চিত্রে নয় নাটকেও সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে তার বেশ কিছু নাটক। এর মধ্যে রয়েছে— ‘বাবুই পাখির বাসা’, ‘সান ফ্লাওয়ার’, ‘আয়না খবর’ ইত্যাদি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা আর লাক্স তারকা অভিনেত্রী আলভী জুটিবদ্ধ হয়ে নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন এম দুলাল। নাটকের নাম ‘টাউট প্লাস’। গত বুধবার থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘টাউট প্লাস একটি হাস্যরসাত্মক নাটক। নাম শুনেই তা বোঝা যায়। বাংলাদেশে বর্তমান সময়ের প্রচলিত ধারারই একটি নাটক এটি। স্ক্রিপ্টটি বেশ মজার। আলভীকে সেই ছোটবেলা থেকে চিনি আমি। যখন কুষ্টিয়াতে সাইদুল আনাম টুটুল ভাইয়ের নির্দেশনায় নাটকের শুটিং করতে গিয়েছিলাম তখন আলভী ক্লাস সেভেনের ছাত্রী। সেখানকার বোধন থিয়েটারের আমিরুল ভাইয়ের মেয়ে আলভী। তাই তাকে অনেক আগে থেকেই জানি আমি। আমি আর আলভী এর আগেও বেশ কিছু ভালো একক নাটক, ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। এই কাজটিও অনেক ভালো হচ্ছে এবং যথারীতি আমি আশাবাদী কাজটি নিয়ে।’

থিয়েটারকে সব সময়ই প্রাণের জায়গায় রেখেছেন শহীদুজ্জামান সেলিম। থিয়েটার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি আগে যেভাবে সময় দিয়েছি এখনো সেভাবেই সময় দেই। আমার অভিনীত একটি নাটক ঢাকা থিয়েটারে এখনো মঞ্চস্থ হয়। নাটকটির নাম হচ্ছে ‘ধাবমান’। আর আমার পরিচালনায় একটি নাটক আছে ‘পঞ্চ নারী আখ্যান’। আমরা যখন ডেট পাই তখন এই শোগুলো নিয়মিত করে থাকি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর