রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবি’র গীটার উৎসব

শোবিজ প্রতিবেদক

এবি’র গীটার উৎসব

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চুকে স্টেজ মাতাতে দেখা গেছে বার বার। এবার গান নয়, স্টেজে শুধুই গীটার নিয়ে খেলতে দেখবেন তার ভক্ত-শ্রোতা-দর্শক। আগামী মার্চ থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী এবং খুলনা শহরে ধারাবাহিকভাবে গীটার উৎসব উদ্যাপন করবেন আইয়ূব বাচ্চু। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আইয়ূব বাচ্চু নিজে। আর এই গীটার উৎসবের নাম দিয়েছেন আইয়ূব বাচ্চু ‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’। এরই মধ্যে উৎসবের পরিকল্পনা প্রায় চুড়ান্ত। শুধু গীটারে গীটারে গানের এমন উৎসব প্রসঙ্গে আইয়ূব বাচ্চু বলেন,

‘সবসময়ই তো মঞ্চে গান পরিবেশন করি। তা ছাড়া ভেবে দেখলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে ভবিষ্যতেও গান গাওয়ার অনেক সুযোগ আছে। কিন্তু এখনই গীটারে গানের উৎসবটা করা প্রয়োজন। কারণ বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আমি এমন অনেক ভক্ত পেয়েছি যারা শুধু আমার গীটারের সুরেলা শব্দই শুনতে চেয়েছেন। সে সব গীটারপাগল ভক্তের জন্যই দেশের ছয়টি জেলা শহরে আমার এই আয়োজন থাকছে।’ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর