বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সোচ্চার আইয়ুব বাচ্চু

শোবিজ প্রতিবেদক

সোচ্চার আইয়ুব বাচ্চু

শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানালেন আইয়ুব বাচ্চু। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুদের যারা নির্যাতন করে তারা বিকারগ্রস্ত এবং তাদের পাগলা গারদে পাঠানো উচিত। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং উপার্জনের সুযোগ নিশ্চিত করার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আগামী ৩ ফেব্রুয়ারি একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। ডিসিআইয়ের আয়োজনে কনসার্টটি রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাচ্চু ছাড়াও উপস্থিত ছিলেন হায়দার হোসেনসহ আরও অনেকেই। সম্মেলনে জানানো হয়, আগামী ৩ ফেব্রুয়ারির কনসার্টে গান করবেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, এলআরবি, হায়দার হোসেনসহ আরও অনেক শিল্পী। কনসার্টে বিশেষ শুভেচ্ছা জানাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর