বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খাদিজাকে বাঁচাতে গাইবেন শিল্পীরা

শোবিজ প্রতিবেদক

খাদিজাকে বাঁচাতে গাইবেন শিল্পীরা

মেধাবী ছাত্রী খাদিজা। রংপুর পার্বতীপুরের এই ছাত্রীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে অনেক টাকার দরকার। এই কিশোরীকে বাঁচাতে তাই বিনা পারিশ্রমিকে গাইবেন দেশের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী এফ এ সুমন, কিশোর পলাশ এবং তানজীব সারোয়ার। আগামী ১০ ফেব্রুয়ারি খাদিজার জন্য আয়োজন করা হয়েছে একটি চ্যারিটি কনসার্ট। সেখান থেকে যে অর্থ আসবে তা দিয়ে চিকিৎসা হবে খাদিজার। জানা যায়, খাদিজা এখন ঢাকায় অবস্থান করছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এখন চলছে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির চেষ্টা। আগে ডায়ালাইসিস করার কারণে তাকে ভর্তি নেওয়া হচ্ছে না। উল্লেখ্য, পার্বতীপুরের মফস্বলের মেয়ে খাদিজা। মেধাবী এই মেয়ে এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসিতে জিপি ৪.৯০ পেয়েছেন।

সর্বশেষ খবর