শিরোনাম
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক মোড়কে জানে আলমের ১৫০ গান

শোবিজ প্রতিবেদক

এক মোড়কে জানে আলমের ১৫০ গান

একটি গন্ধমের লাগিয়া, ইশকুল খুইলাছে, বৈশাখে তোমার সাথে হইলো আমার পরিচয়, দীঘির জলে ঢিল মারিলে জলতরঙ্গ হইয়া যায়, কালি ছাড়া কলমের মূল্য যে নাই’সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী জানে আলম। দীর্ঘ প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে গান করছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একইভাবে তারুণ্যের গতিতে গান করে চলেছেন এই গুণী শিল্পী। স্টেজ, টিভি লাইভ, অ্যালবাম- প্রত্যেক জায়গাতেই নিজের সরব উপস্থিতির মাধ্যমে শ্রোতাদের মন ভরিয়ে তুলছেন।

এবার নতুন খবর হচ্ছে ১৫০ গানের অ্যালবাম করতে যাচ্ছেন এই জনপ্রিয় শিল্পী। এর মধ্যে তার আগের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি থাকছে নতুন কিছু গান। একই মোড়কে ১৩টি সিডি আকারে প্রকাশ হবে অ্যালবামটি। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে অ্যালবামটি প্রকাশ হবে হলে জানা গেছে। অ্যালবামটির নাম ঠিক করা হয়েছে ‘আধ্যাত্মিক পপসম্রাট জানে আলমের শ্রেষ্ঠ গান’। এ প্রসঙ্গে জানে আলম বলেন, এটি দেশের সবচেয়ে বড় অ্যালবাম হতে যাচ্ছে। এর আগে ১৫০টি গান নিয়ে কোনো শিল্পীর অ্যালবাম প্রকাশ হয়নি। আসছে ২৬ মার্চ অ্যালবামটি প্রকাশ করার কথা। আশা করছি ভালো লাগবে সবার কাছে। এদিকে এ অ্যালবামের বাইরেও জানে আলম ব্যস্ত রয়েছেন নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে করা সিক্যুয়াল অ্যালবাম নিয়ে। ‘ইয়াং স্টার’ শিরোনামে এ অ্যালবামগুলো প্রকাশ শুরু করেছেন তিনি। এরই মধ্যে প্রায় ৫০টি গান তৈরি করেছেন। এগুলোতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্ম অনেক ভালো করছে। কথা, সুর ও সংগীতায়োজনে অনেক এগিয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আমি তরুণ প্রজন্মের ব্যাপারে খুব পজিটিভ। তাদের সব সময় উৎসাহ দেওয়ার চেষ্টা করি।’

সর্বশেষ খবর