Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০৬
ফ্লপ হিরো নিরব
শোবিজ প্রতিবেদক
ফ্লপ হিরো নিরব
bd-pratidin

একের পর এক মহরত হচ্ছে। কখনো মালয়েশিয়া দৌড়াচ্ছেন আবার কখনো ভারতে। চিত্রনায়ক নিরবের ব্যস্ততা থাকলেও সাফল্য নেই। কেন? কথা হচ্ছিল এক সিনিয়র পরিচালকের সঙ্গে। তিনি মিডিয়াকে দায়ী করে বললেন ‘আপনারাই তো ওকে নায়ক বানিয়েছেন। মিডিয়া সাপোর্টের কারণেই ও টিকে আছে।’ ভারতীয় ছবির প্রসঙ্গ টানতেই তিনি বললেন, ‘দেশেই তো তার হাতে কাজ নেই। বলিউডে সিনেমা করছে। খোঁজ নিয়ে দেখেন একজন অখ্যাত নির্মাতা ছবিটি বানিয়েছেন। এটি একটি ‘জেড’ ক্যাটাগরির ছবি। এখানে যিনি নায়িকা তিনি তো রীতিমতো ওখানকার পর্ন স্টার।’ পরিচালকের কথার সূত্র ধরে হিসেব করে দেখা গেল এ পর্যন্ত নিরব অভিনীত দেড় ডজনেরও বেশি ছবি মুক্তি পেয়েছে। অথচ একটি ছবিও ব্যবসার মুখ দেখেনি। দুই তিন বছর আগে পত্রিকায় খবর বেরোয় নিরবের হাতে নাকি দেড় ডজন ছবি। এসব ছবির অধিকাংশেরই এখন আর কোনো খবর নেই। এ নিয়ে একজন খ্যাতিমান চলচ্চিত্রকার বলেন, ঢালিউডে শিল্পী সংকট। আমার কথায় শিল্পী সংকট নয়, নতুনদের মেধার সংকট চলছে। এদের নিয়ে নির্মাতারা অনেক পরিশ্রম করছে। কিন্তু এরা কেউই অভিনয়ের ‘অ’ও শেখেনি। অভিনয়ের প্রতি এদের আগ্রহ নেই। এরা সিনেমায় আসে বিনা পরিশ্রমে অর্থ, খ্যাতি আর মেয়ে মানুষের মোহ নিয়ে। এদের কারণে চলচ্চিত্রে বিনিয়োগকারীরা চরম লোকসানের মুখে পড়ে। নিরবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে সে বিভিন্নভাবে ফেসবুক বন্ধু ও অন্য মাধ্যমে পরিচিতদের নিয়ে এসে ফিল্মের নায়িকা বানায়। প্রযোজক বাগানোর কাজ শেষে প্রযোজকের সঙ্গেও সম্পর্ক থাকে না আবার নায়িকার সঙ্গে বাধে ঝামেলা। সেই ছবি হয় আর আলোর মুখ দেখে না বা মুক্তি পেলেও তা আর চলে না। পাবলিসিটি স্টান্ট কিংবা প্রযোজক বাগানো নয় অভিনয়টাকে ভালোবেসে নিজেকে বদলানোর চেষ্টা করবেন নিরব। এমনটাই আশা করছেন নির্মাতারা।

এই পাতার আরো খবর
up-arrow