Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০৮
‘কসাই’ খুঁজছেন আমজাদ হোসেন
শোবিজ প্রতিবেদক
‘কসাই’ খুঁজছেন আমজাদ হোসেন

আমজাদ হোসেন নির্মিত বিভিন্ন শাখায় জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ‘কসাই’ হারিয়ে গেছে। এফডিসি, ফিল্ম আর্কাইভসহ কোথাও নেই ছবিটি।

এই নির্মাতা দুঃখ প্রকাশ করে বলেন, এফডিসিতে ছবির একটি নেগেটিভ জমা ছিল। তারা এটিকে সংরক্ষণ করেনি। শুধু ‘কসাই’ নয়, এমন অসংখ্য  ছবি এফডিসির অবহেলায় নষ্ট হয়ে গেছে। ১৯৮০ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটি ওই বছর মস্কো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও নির্দেশনা আমজাদ হোসেনের। ‘কসাই’ সুপারহিট ব্যবসা করে। আমজাদ হোসেন বলেন, যদি কারও কাছে এর ভিডিও ক্যাসেট বা কোনো প্রিন্ট থাকে তাহলে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয়।

এই পাতার আরো খবর
up-arrow