বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ঘড়ি ধরে ৫ মিনিট

অভিনেতা না হলে ফুটবলার হতাম

আজিজুল হাকিম

পান্থ আফজাল

অভিনেতা না হলে ফুটবলার হতাম

টিভি নাটক ও মঞ্চের সফল অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘদিন ধরে সব মাধ্যম মাতিয়ে রাখা এ মানুষটির সঙ্গেই আজকের আলাপন।

 

সাম্প্রতিক ব্যস্ততা...

শুটিং করছি কায়সার আহমেদের পরিচালনায় সিরিয়াল ‘ফুলকি’র। আনন্দ টিভির জন্য আরও একটি সিরিয়ালে কাজ করছি। এ ছাড়াও জিনাত হাকিমের রচনায় একটি সিরিয়ালে কাজ করার কথা চলছে। 

সিরিয়ালে কেন, এক ঘণ্টার নাটকে...

খুব বেশি এখন করাও হচ্ছে না। এখন এক ঘণ্টার নাটক হয় ঈদ, ভালোবাসা দিবস কিংবা বিশেষ সময়কে উপলক্ষ করে।

অভিনয় ছাড়া আর ব্যস্ততা...

জিনাতের সঙ্গে কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছি। দেশের বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠাননির্ভর বিভিন্ন স্টেজ প্রোগ্রামের আয়োজন করি স্বাধীনতা দিবস, একুশে  ফেব্রুয়ারি বা কিছু বিশেষ সময়কে কেন্দ্র করে।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন...

অভিনয়শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি ভালো নতুন নেতৃত্ব প্রয়োজন। আমি এক সময় প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম।

জুটি হিসেবে আজিজুল হাকিম আর...

আমি কিন্তু সবার সঙ্গেই অভিনয় করেছি। শমী, বিপাশা, তারিন, সুইটি, মিমির সঙ্গে যেমন কাজ করেছি একইভাবে এখনো নতুনদের সঙ্গেও কাজ করছি। সবাই খুবই ক্রিয়েটিভ এবং বন্ধুত্বপূর্ণ।

অভিনেতা না হলে...

ফুটবলার হতাম। তবে অভিনয়ে আসার পেছনে অভিনয়কে ভালো লাগাকেই বেশি প্রাধান্য দিয়েছি।

মঞ্চের শুরুটা...

শুরুটা হয়েছিল ১৯৭৭ সালে আরণ্যক দিয়ে। আরণ্যকের— ওরা আছে বলেই, ইবলিশ, নানকার পালা, গিনিপিগ, সমতট,  কোরিওলেনাস প্রভৃতি নাটকে অভিনয় করি

পরিচালনা, লেখালেখি...

নাটক পরিচালনা করেছি। চলচ্চিত্রে পরিচালনা এখনো শুরু করতে পারিনি। জীবনে একটি হলেও ছবি নির্মাণ করতে চাই। ছোট ছোট গল্প লেখি। ২০১২ সালে ‘অল্প স্বল্প গল্প’ নামে একটি বইও বের করেছিলাম।  

এখনকার নাটকের সঙ্গে পূর্বের নাটকের...

নাটক সমসাময়িক। নব্বই দশকে বা শুরুতে যেমন বাস্তবতা, সমসাময়িক বিষয় নিয়ে নাটক হয়েছে, এখনো কিন্তু হচ্ছে। এখন তো  তরুণ অভিনয়শিল্পী, নির্মাতারা ভালো ভালো কাজ করছেন।

নাটক তো এখন ইউটিউবকেন্দ্রিক...

তা নয়। এটা আসলে প্রযুক্তির উন্নতি। বেশি চ্যানেলের কারণে সবার সামনে তুলে ধরতে পারছি না। ইউটিউবের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন দর্শকের দোরগোড়ায় পৌঁছানো যায়।

কিছু চ্যানেলের বিপক্ষে আন্দোলন...

কোনো মজবুত বিষয় মানুষের সামনে না এলে কিন্তু আন্দোলন হয় না। অভিনয়-নির্মাতাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত।

কোনো ভালোলাগা কাজ...

ভালোলাগা কাজ অগণিত। তার মধ্যে ‘তুমি কোন কাননের ফুল’, ‘সুন্দরী’, ‘সময়-অসময়’ ইত্যাদি নাটক আমার ভালোলাগার মধ্যে অন্যতম ।

সর্বশেষ খবর