Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:০৭
অ্যাভাটার-২ শুরুর ঘোষণা
শোবিজ ডেস্ক
অ্যাভাটার-২ শুরুর ঘোষণা

জেমস ক্যামেরনের বিখ্যাত মুভি ‘অ্যাভাটার’ সিরিজের দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৭ সালের ক্রিসমাসে। তবে শেষ পর্যন্ত শুরু হয়নি ছবির শুটিং। তাই এ বছর মুক্তি পাচ্ছে না ‘অ্যাভাটার-২’। সম্প্রতি ‘দ্য ডেইলি বিস্ট’ এ একটি বিশেষ সাক্ষাৎকার দেন জেমস ক্যামেরন। সেখানে তিনি জানান তার আসন্ন সিনেমার কথা। ‘অ্যাভাটার’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৯ সালের ১৮ ডিসেম্বর। ব্যাপক সাফল্য পাওয়ার পর ঘোষণা দেওয়া হয়, ছবির সিক্যুয়েল আসছে। কিন্তু অসংখ্য ঘোষণার পরও ছবির শুটিং শুরু হয়নি। তবে সুসংবাদ দিলেন ছবির নির্মাতা জেমস ক্যামেরন। জানালেন, এ বছর আগস্টে ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। জেমস বলেন, ‘ছবির চিত্রনাট্যের কাজ শেষ। আমার মনে হচ্ছে আমি জেলখানা থেকে বের হয়েছি। কারণ গত দুই বছর ধরে আমি লেখার খাঁচায় আবদ্ধ ছিলাম। আসলে আমি আমার জীবন উপভোগ করতে পছন্দ করি, কিন্তু লেখালেখি আমার পছন্দ নয়।’

এই পাতার আরো খবর
up-arrow