বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পরিবর্তনের আহ্বানে রনি

শোবিজ প্রতিবেদক

পরিবর্তনের আহ্বানে রনি

আসাদুজ্জামান রনি মূলত শিক্ষকতা করলেও লেখেন কবিতা, প্রবন্ধ ও গান। পাশাপাশি নিয়োজিত আছেন সামাজিক-সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হলেন সমাজ সচেতনতা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে। ঢাকার পাবলিক টয়লেটগুলোর বর্তমান অবস্থা ও নাগরিকবান্ধব সেবা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে অভিনয় করলেন রনি। তবে তিনি অভিনয় করেছেন স্বচরিত্রেই। যিনি নগরে এমন স্বাস্থ্যসম্মত ও আধুনিক ব্যবস্থা সংবলিত পাবলিক টয়লেট দেখে মুগ্ধতা প্রকাশ করেন। ঢাকা সিটি করপোরেশন ও ওয়াটারএইডের উদ্যোগে অ্যানেক্স কমিউনিকেশনের ব্যানারে এটি নির্মিত হয়েছে। রনি জানান, মূলত সামাজিক দায় থেকে আর নগরের মানুষ যেন যত্রতত্র পরিবেশ নোংরা না করে, এই সেবা গ্রহণের তাগিদ অনুভব করে সে লক্ষ্যেই আমি অভিনয় করেছি। জনসচেতনতামূলক বিজ্ঞাপনটি শিগগিরই প্রচার হবে বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর