বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইউসিবি পাবলিক পার্লামেন্ট শুরু ১১ ফেব্রুয়ারি

ইউসিবি পাবলিক পার্লামেন্ট শুরু ১১ ফেব্রুয়ারি

নির্বাচনকালীন সরকার পদ্ধতি কী হবে তা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউসিবি পাবলিক পার্লামেন্টের উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতা। আগামী ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীর এফডিসিতে জাতীয়ভিত্তিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে এ বছরের প্রতিযোগিতায় বাছাইয়ের মাধ্যমে ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর।

প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে এর পরিচালক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণতন্ত্রের ভবিষ্যৎ, ভোটের অধিকার, ন্যায্যতা ও ন্যায়বিচার, জঙ্গিবাদ, সুশাসন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সমাজের বিভিন্ন স্তরে রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয় এবারের প্রতিযোগিতায় স্থান পাবে। বছরব্যাপী অনুষ্ঠিতব্য এমন পার্লামেন্টের বিভিন্ন সেশনে সিনিয়র রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি, গবেষক-শিক্ষাবিদ, তরুণ নেতৃত্ব, গণমাধ্যম ব্যক্তিত্বরা অতিথি হিসেবে বিতার্কিকদের বক্তব্যের আলোকে তাদের মতামত প্রদান করবেন। উদ্বোধনী প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে সাউথ ইস্ট ইউনিভার্সিটি অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারীসহ বিজয়ীদের নগদ অর্থ, ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

এ উপলক্ষে মঙ্গলবার কারওয়ান বাজারস্থ এটিএন বাংলার কার্যালয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে বছরব্যাপী আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৭ এর লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর