শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পুরনো রাজকন্যার নতুন যাত্রা

আলী আফতাব

পুরনো রাজকন্যার নতুন যাত্রা

অভিনয় জগতে অনেকটা সময় ধরে রাজত্ব করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন। অভিনয়ে তারিন নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তার নাটক মানেই দর্শকের চ্যানেল থেকে চ্যানেলে ফেরা নয়, যেন একটি নির্দিষ্ট চ্যানেলে বেশকিছু সময়ের স্থিরতা। দর্শকের প্রিয় অভিনেত্রী তিনি। অন্যরকম উচ্চতার অভিনেত্রী। আর তাই টিভি নাটকে তার উপস্থিতি মানেই দর্শকের নড়েচড়ে বসা। তিনি তা অনুধাবন করতে পারেন বলেই আগের চেয়ে এখন নাটকে কাজ করেন একটু বেশি রকম বেছে বেছেই। কারণ যে অবস্থানে তারিন নিজেকে নিয়ে গেছেন সেই অবস্থানটা আরও বহুকাল ধরে রাখতে হলে ভালো গল্প, ভালো নির্দেশক সর্বোপরি ভালো চরিত্রেরও যে প্রয়োজন আছে তা তিনি অবগত।

এই সময়ে এসে ধারাবাহিক নাটকে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। এনটিভিতে প্রচার হচ্ছে তার একটি ধারাবাহিক। বর্তমানে নতুন আরও তিনটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিক তিনটি হচ্ছে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘ল্যাম্পপোস্ট’, বৃন্দাবন দাসের রচনা ও সাগর জাহানের পরিচালনায় ‘আমাদের হাটখোলা’ এবং প্রসূন রহমানের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় ‘গুগল সব জানে’। ধারাবাহিক তিনটিতে তিনি যথাক্রমে অভিনয় করছেন আভা, মেহেরজান এবং শিউলী চরিত্রে। এরই মধ্যে তিনটি ধারাবাহিকেরই বিভিন্ন লটে শুটিং চলছে। ‘ল্যাম্পপোস্ট’ ধারাবাহিকে তার বিপরীতে আছেন মোশাররফ করিম, ‘আমাদের হাটখোলা’তে তার বিপরীতে আ খ ম হাসান, সাজু খাদেম এবং আরফান, ‘গুগল সব জানে’ নাটকে তার বিপরীতে অভিনয় করছেন সালাহ উদ্দিন লাভলু। তিনটি নতুন ধারাবাহিকে অভিনয় করা প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘এখন তো বিভিন্ন টিভি চ্যানেলে খণ্ড নাটক, টেলিফিল্ম প্রচার তুলনামূলকভাবে কমে গেছে। যে কারণে বিভিন্ন চ্যানেলে ধারাবাহিক নাটকের প্রচার বেড়ে গেছে। যে কারণে আমিও আমার পছন্দ মতো গল্পের ধারাবাহিক নাটকে অভিনয় করছি। ধারাবাহিক নাটকের গল্পের গাঁথুনি যদি ঠিক না হয় এবং চরিত্রের যদি পরিবর্তন না আনা হয় তাহলে একঘেয়েমি চলে আসে। কিন্তু আমি নতুন যে তিনটি ধারাবাহিকে অভিনয় করছি, তিনটিরই গল্পের গাঁথুনি চমৎকার এবং তিনটি ধারাবাহিকের চরিত্রও এককথায় অসাধারণ। যে কারণে বেশ আগ্রহ নিয়েই ধারাবাহিকগুলোতে কাজ করছি।’ এদিকে ‘অভিনয়শিল্পী সংঘ’র নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমি সদস্য। এখন সময় হয়েছে শিল্পীদের সংঘবদ্ধ হয়ে সংগঠনটিকে গতিশীল করার। তার জন্য একটি কার্যকরী কমিটি প্রয়োজন। যে কারণে নির্বাচন করছি। আমি তিন দশক ধরে অভিনয় করছি, তাই আমি মনে করি শিল্পীদের জন্য সবাইকে সঙ্গে নিয়ে কিছু করা উচিত।

সর্বশেষ খবর