Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:২১
হাবিবের মিথ্যে নয়
শোবিজ প্রতিবেদক
হাবিবের মিথ্যে নয়

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ মিউজিক ভিডিওর শুটিং নিয়ে সম্প্রতি ব্যস্ত রয়েছেন।

তার প্রেম-বিরহের গান ‘মিথ্যে নয়’। যদিও প্রস্তুতি ছিল ভালোবাসা দিবসে এই মিউজিক ভিডিও প্রকাশ হবে। তবে সেটা না হয়ে আপাতত অডিও তথা লিরিক ভিডিও এসেছে ইউটিউবে।‘মিথ্যে নয়’ লিখেছেন শফিক তুহিন, সুর ও সংগীত যথারীতি হাবিব নিজেই।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রথমবারের মতো গেয়েছেন তিনি। হাবিব সর্বশেষ গান প্রকাশ করেছেন বছরের শুরুতে।

গানের শিরোনাম ‘তুমিহীনা’। নিজের ইউটিউব থেকে প্রকাশিত হাবিবের সেই গানটি দেখা হয়েছে ৬ লাখ ৩২ হাজারের বেশিবার। এবারের গানটি নিয়েও সফলতার ব্যাপারে আশাবাদী হাবিব।

এই পাতার আরো খবর
up-arrow