বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাজ্যে বাংলাদেশি ছবি প্রদর্শনের উদ্যোগ

শোবিজ ডেস্ক

সম্প্রতি বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের আয়োজনে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে হয়ে গেল এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলন। বাংলাভাষীদের কাছে প্রচুর আগ্রহ থাকা সত্ত্বেও সঠিক ডিস্ট্রিবিউটর ও সংযোগের অভাবে আন্তর্জাতিক প্রদর্শনী হচ্ছে না দেশের চলচ্চিত্র। এ পরিসরকে বৃহৎ আকারে ছড়িয়ে দিতেই বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের এ উদ্যোগ। এ দেশের চলচ্চিত্রশিল্পকে সুদিনের পথে নিয়ে যাওয়াই এর লক্ষ্য। ইংল্যান্ডের মাটিতে হাজার হাজার বাংলাদেশির বসবাস। তাদের কাছে এ দেশের চলচ্চিত্র সঠিকভাবে উপস্থাপন এবং জনপ্রিয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়। এতে করে মানসম্মত চলচ্চিত্রের বিকাশ যেমন ঘটবে তেমনি চলচ্চিত্রকেন্দ্রিক অর্থনীতির চাকাও সচল হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক ফারুক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রপরিচালক কাজী হায়াৎ, চিত্রনায়িকা সোহানা সাবা, বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের প্রধান এস এম স্বামী এবং কান্ট্রি ম্যানেজার জাফর শ্রাবণ।   

সর্বশেষ খবর