শিরোনাম
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিল্পী সংঘের প্রতিনিধিদের শপথ গ্রহণ

পান্থ আফজাল

শিল্পী সংঘের প্রতিনিধিদের শপথ গ্রহণ

গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয় টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত কমিটির প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। নাট্যজন মামুনুর রশীদ নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এসএম মহসীন এবং সুরুজ মিয়া। অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত সভাপতি শহীদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, সহ-সভাপতি আজাদ আবুল কালাম, জাহিদ হাসান শোভন ও তানভীন সুইটি, সাংগঠনিক সম্পাদক লুত্ফর রহমান জর্জ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অর্থ সম্পাদক পদে অভিনেত্রী তানিয়া আহমেদ, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি। তবে যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও আনিসুর রহমান মিলন পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে থাকায় উপস্থিত ছিলেন না। অন্যদিকে, কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, সেলিম মাহবুব, সুজাত শিমুল, সনি রহমান ও মুকুল সিরাজ [যৌথভাবে] এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন। সভাপতি শহীদুল আলম সাচ্চু বলেন, ‘শিল্পীদের জন্যই এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

আগামীতে শিল্পীদের স্বার্থেই এটি ব্যবহৃত হবে।’ সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘নির্বাচনে জয় লাভ করেছি ভোটযুদ্ধের মাধ্যমে নয়, উৎসবের আমেজে। যারা পরাজিত হয়েছেন তারাও শিল্পী। তাদের নিয়েও আমরা কাজ করতে চাই।’ শপথ গ্রহণ শেষে নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড অব বাংলাদেশ, ক্যামেরাম্যানদের সংগঠন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ছাড়াও নাট্যসংঘ, প্রডিউসার অ্যাসোসিয়েশনের নেতারা শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, নবনির্বাচিত শিল্পী সংঘের এই কমিটির মেয়াদ আগামী দুই বছর।

সর্বশেষ খবর