Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৫৫
ভারতে আসছেন জাস্টিন বিবার!
শোবিজ ডেস্ক
ভারতে আসছেন জাস্টিন বিবার!

এ বছরেই ভারতে আসছেন পপ-স্টার জাস্টিন বিবার। আগামী ১০ মে মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে তাকে পেতে চলেছেন তার ভক্তরা।

বিবারের ‘এশিয়া লেগ’ সফরের অংশ হিসেবে তিনি মুম্বাইতে অনুষ্ঠান করবেন। এই সফরে তিনি মুম্বাই ছাড়াও পারফর্ম করবেন তেল আবিব ও দুবাইয়ে। জাস্টিনের বিখ্যাত গান ‘বয়ফ্রেন্ড’, ‘লাভ ইওর সেল্ফ’, ‘পারপাস’-এর মতো তার বেশ কিছু হিট গান তো থাকছেই অনুষ্ঠানে। এ ছাড়াও দর্শকদের জন্য থাকতে পারে বেশ কিছু আলাদা পাওনা! ভারত ছাড়াও ২২ বছরের এই গায়ক তার বিশ্ব ভ্রমণের পরিকল্পনায় রেখেছেন দক্ষিণ আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে। অনুষ্ঠানের টিকিটের জন্য আগে থেকে রেজিস্টার করতে হবে একটি  ওয়েবসাইটে।

up-arrow