Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৫৫
সেলেনাকে নিয়ে লড়াই
শোবিজ ডেস্ক
সেলেনাকে নিয়ে লড়াই

গত বছরের বড়দিনের আগে থেকেই নতুন প্রেমে মজেছেন মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ। বর্তমান প্রেমিক দ্য উইকেন্ডের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে সেলেনাকে। আর এটিই মেনে নিতে পারছেন না তার সাবেক প্রেমিক জাস্টিন বিবার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে উইকেন্ডকে নিয়ে তামাশায় মেতে উঠলেন বিবার।

২২ বছর বয়সী বিবার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ এ মনোনয়ন পেলেও সেখানে ছিলেন অনুপস্থিত। কারণ এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন র‌্যাপার উইকেন্ড। অনুষ্ঠান চলাকালীন বিবার ইন্সটাগ্রামে লাইভে আসেন এবং উইকেন্ডকে নিয়ে রসিকতায় মেতে ওঠেন ভক্তদের সঙ্গে। এর আগে বিবার জানিয়েছিলেন, খ্যাতি পেতে মার্কিন র‌্যাপার উইকেন্ডকে ব্যবহার করছেন সেলেনা। যদিও এতে কান দেননি জনপ্রিয় গায়িকা। বরং তাদের প্রেম বাড়ছে।

এই পাতার আরো খবর
up-arrow