রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সৌমিত্রের কণ্ঠে দর্পণ কবীরের কবিতা

শোবিজ প্রতিবেদক

সৌমিত্রের কণ্ঠে দর্পণ কবীরের কবিতা

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় দর্পণ কবীরের কবিতা আবৃত্তি করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি কলকাতার একটি স্টুডিওতে সৌমিত্র চট্টোপধ্যায়ের কণ্ঠ রেকর্ড করা হয়। তিনি দর্পণ কবীরের কাব্যগ্রন্থ—বসন্ত নয় অবহেলা থেকে ২০টি কবিতা আবৃত্তি করেন। তার সঙ্গে সহ-শিল্পী হিসেবে আবৃত্তি করেন মধুমিতা বসু। এই আবৃত্তি সিডির আবহ সংগীত পরিচালনা করবেন কলকাতার সংগীত পরিচালক কুন্দন সাহা। এ কাজে সার্বিক তত্ত্বাবধান করছেন উপন্যাসিক ও নাট্য নির্মাতা সাঈদ তারেক। দর্পণ কবীর জানিয়েছেন—১৬ ফেব্রুয়ারি কবিতা রেকর্ডিংয়ের সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কুশল বিনিময় হয়েছে। কবিতাগুলো ভালো লেগেছে বলে সৌমিত্র আবৃত্তি করতে রাজি হয়েছেন বলে তিনি জানান।

সর্বশেষ খবর