Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৩১
ফিরেছেন শাবনূর
শোবিজ প্রতিবেদক
ফিরেছেন শাবনূর

চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে আবারও মিডিয়াপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। বাতাসে খবর চাউর হয়েছে, শাবনূর দেশে ফিরেছেন। তার পরিবার থেকে জানানো হয়, সবেমাত্র দেশে ফিরেছেন শাবনূর। এর মধ্যে অনেকেই যোগাযোগ করছেন। কয়েকটা দিন গেলে তিনি সবাইকে সময় দেবেন।’  শাবনূরের দেশে আসার গুঞ্জনে কান যারা পেতেছেন তাদের মনে প্রশ্ন একটাই— আবার কি সিনেমায় নিয়মিত হবেন তিনি? ছবিতে নিয়মিত হবেন কিনা সন্দেহ থাকলেও অবসর কাটিয়ে শিগগিরই মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ ছবির শুটিং শুরু করবেন বলে জানা গেছে। এ নিয়ে কথাবার্তাও চূড়ান্ত বলে জানা যায়। অভিনয় জাদুতে দর্শকদের মুগ্ধ করতেই মনোযোগী শাবনূর। যত দ্রুত সম্ভব ছবির কাজ শুরুর কথা হচ্ছে। এ জন্য ওজন কমিয়ে আবারও চেনা রূপে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিয়মিত শরীরচর্চাও করছেন। ‘এতো প্রেম এতো মায়া’ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এতে শাবনূর অভিনয় করছেন একজন শিক্ষিকার চরিত্রে। এই ছবিতে আরও অভিনয় করছেন সাইমন সাদিক ও পিয়া বিপাশা। সর্বশেষ শাবনূর অভিনয় করেন ইউরো স্টার নামের একটি বিজ্ঞাপনচিত্রে।

এই পাতার আরো খবর
up-arrow