বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বার্লিন উৎসবে সেরা যারা

শোবিজ ডেস্ক

৬৭তম বার্লিন চলচ্চিত্র উৎসব মাত্র শেষ হয়েছে। কয়েক দিন আগেও এ কারণে জার্মানির বার্লিন শহরটি ছিল জমজমাট। শনিবার সন্ধ্যায় পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ইতি টানা হয়েছে পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র আসরটির। এ আসরে সেরা চলচ্চিত্র অন বডি অ্যান্ড সৌল (হাঙ্গেরি), গ্রাঁ প্রিঁ হিসেবে রৌপ্য ভল্লুক অর্জন করেছে ফেলিসিট (ফ্রান্স-সেনেগাল-বেলজিয়াম), সেরা পরিচালক আকি কাউরিসমাকি, সেরা অভিনেত্রী কিম মিন-হি, সেরা অভিনেতা জিওর্গ ফ্রাইডরিচ, সেরা চিত্রনাট্য অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান, সেরা নতুন পরিচালক কার্লা সিমনসহ আরও কিছু পুরস্কার ঘোষণা করা হয়। তবে হাঙ্গেরির নারী নির্মাতা ইলদিকো এনইয়েদির ‘অন বডি অ্যান্ড সৌল’ তার ৮ নম্বর ছবি। ১৯৮৯ সালে ইলদিকোর প্রথম ছবি ‘মাই টোয়েন্টিয়েথ সেঞ্চুরি’ কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন ক্যামেরা অ্যাওয়ার্ড জেতে। ১৯৯৪ সালে তার পরিচালিত ‘ম্যাজিক হান্টার’ ৫১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর