Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৩৬
‘ছোট্ট আমি হতে পারি’
শোবিজ প্রতিবেদক

সম্প্রতি সিডি প্লাসের ব্যানারে প্রকাশিত হলো শিশু-শিল্পী আপনের প্রথম একক অ্যালবাম ‘ছোট্ট আমি হতে পারি’। অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল আজিজ, অভিনেতা নাদের খান, চিত্রনায়ক শিপন মিত্র, রোশানসহ বিনোদন জগতের তারকারা।

এ ছাড়া আপনের বাবা মোহাম্মাদ আলিম উল্লাহ্ খোকন উপস্থিত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। অ্যালবামে মোট ৮টি গান আছে। এগুলো হলো— ছোট্ট আমি হতে পারি, দুষ্টু চড়ুই, ইচ্ছে ডানার পাখি ইত্যাদি। কথা লিখেছেন যথাক্রমে ইলা জাহান, সারোয়ার, হাসনা, মো. সারোয়ার হোসেন, এফ এ প্রিতম প্রমুখ। দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।

up-arrow