বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

শোবিজ ডেস্ক

দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি ছবি আমন্ত্রণ পেয়েছে। এগুলো হচ্ছে— ‘ভুবন মাঝি’, ‘মাটির প্রজার দেশে’ ও ‘লাইভ ফ্রম ঢাকা’।

কানাডার টরেন্টোতে অনুষ্ঠেয় এই উৎসবের পর্দা উঠবে আগামী ১১ মে। চলবে ২২ মে পর্যন্ত।

এবারের উৎসবে দক্ষিণ এশিয়ার ৪০টি ছবি প্রদর্শনের কথা রয়েছে।

ফখরুল আরেফিনের পরিচালনায় ‘ভুবন মাঝি’ ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার অভিনেত্রী অপর্ণা ঘোষ। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবি মুক্তি পাবে মার্চ মাসে।

উৎসবে ছবিটি প্রদর্শিত হবে ২১ মে।

‘মাটির প্রজার দেশে’ ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার প্রমুখ।

আর ছবিটি পরিচালনা করেছেন বিজন।  আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘লাইভ ফ্রম ঢাকা’ ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না।

সর্বশেষ খবর