সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শাহ্ আবদুল করিম লোক উৎসব

শোবিজ প্রতিবেদক

শাহ আবদুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী লোকগানের উৎসব। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠেছেন শাহ আবদুল করিম। ভাটি অঞ্চলের এই লোকগানের জনপ্রিয় শিল্পী সারা দেশের মানুষের কাছেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।  তার গানে উঠে এসেছে ভাটি অঞ্চলের মানুষের জীবন, পাশাপাশি তার গান কথা বলেছে সব অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি ছিল এ শিল্পীর ১০১তম জন্মবার্ষিকী। সুনামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘অল টাইম শাহ্ আবদুল করিম লোক উৎসব-২০১৭’।  বাউলের জন্মভূমি দিরাইয়ের উজানধলে আগামী ৩ মার্চ শুরু হবে এই উৎসব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর