মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আবৃত্তি অ্যালবাম ‘অবুঝ জাদুঘর’

শোবিজ প্রতিবেদক

 ‘একটা স্মৃতি জাদুঘর তৈরি হবে/মন জোগান দেবে উপকরণ/তো শুরু হলো জোগাড়-যন্তর/প্রথমেই উঁচু করা হলো শৈশবের ঢাকনি/কিন্তু তলায় পাওয়া গেল/কিছু তুষারহিম আর শিখাময় সমীকরণ’— এমন কিছু কবিতা নিয়ে প্রকাশ হয়েছে আবৃত্তির অ্যালবাম ‘অবুঝ জাদুঘর’। কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের লেখা কবিতাগুলো আবৃত্তি করেছেন ডালিয়া আহমেদ, ড. শাহাদাৎ হোসেন নিপু ও আহকামউল্লাহ। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে সম্প্রতি বাংলা একাডেমি প্রাঙ্গণে ই.বি.সল্যুশন্স লিমিটেডের ই বুক প্ল্যাটফর্ম বইঘর প্যাভিলিয়নে বইটির মোড়ক খোলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন  কবি হাবীবুল্লাহ সিরাজী।

সর্বশেষ খবর