শিরোনাম
বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শরমিনজাহানের ‘রেশমি চুড়ি’

শোবিজ প্রতিবেদক

শরমিনজাহানের ‘রেশমি চুড়ি’

কণ্ঠশিল্পী শরমিন জাহান। দীর্ঘদিন ধরে উচ্চাঙ্গসংগীত ও নজরুল সংগীত চর্চা করে যাচ্ছেন। এরই মধ্যে বাজারে এসেছে তার তিনটি অ্যালবাম। এর মধ্যে রয়েছে মৌলিক ও আধুনিক গানের অ্যালবাম ‘হারানো সেই স্মৃতি’, নজরুল সংগীতের অ্যালবাম ‘পলাশ-মঞ্জরি এবং সর্বশেষ বাজারে এসেছে আরও একটি নজরুল সংগীতের অ্যালবাম ‘রেশমি চুড়ি’। ১০টি গান নিয়ে সাজানো ‘রেশমি চুড়ি’ অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। এই গানগুলোর মধ্যে রয়েছে, ‘যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, রেশমি চুড়ির শিঞ্জিনীতে, এ আঁখি জল মোছ প্রিয়া, করুণ কেন অরুণ আঁখি’ ইত্যাদি। এ প্রসঙ্গে শরমিন জাহান বলেন, মনের ভালো লাগার জায়গা থেকে আমি গান করি। এবারের অ্যালবামটি আমি একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর