Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ মার্চ, ২০১৭ ০০:৪৩
অক্ষয়ের বিপরীতে রাধিকা
শোবিজ ডেস্ক
অক্ষয়ের বিপরীতে রাধিকা

রাধিকা আপ্তে। সাফল্যে ঘেরা ক্যারিয়ার তার। গত বছর বেশ কিছু বিতর্কের কারণে তিনি ছিলেন শিরোনামে। তবে, অভিনয়ের দিক থেকে দুর্দান্ত বলা চলে তাকে। অনেক আগে থেকেই প্রচার হয়েছে যে, অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ছবির নায়িকা তিনি। নতুন খবর হচ্ছে অক্ষয়ের বিপরীতে আরেক ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয়ের সঙ্গে যে ছবিতে অভিনয় করবেন এই নায়িকা, সেই ছবির চিত্রনাট্যের কাজ চলছে এখনো। সবকিছু সম্পন্ন হলেই ছবির প্রযোজক ছবির শুটিংয়ের ঘোষণা দেবেন বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

এই পাতার আরো খবর
up-arrow