Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ মার্চ, ২০১৭ ০০:৪৪
আবার অভিষেক-ঐশ্বরিয়া
শোবিজ ডেস্ক
আবার অভিষেক-ঐশ্বরিয়া
bd-pratidin

এবার বড় পর্দায় ফিরছেন স্বামী-স্ত্রী। মানে অভিষেক-ঐশ্বরিয়া। ২০১০ সালে ‘রাবণ’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের এই তারকা দম্পতিকে। এই যুগল এবার অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ ছবিতে অভিনয় করবেন। যদিও ছবিটি কে পরিচালনা করবেন, তা এখনো ঠিক হয়নি। শোনা যাচ্ছে, ছবিতে অতিথি চরিত্রে থাকবেন অমিতাভ বচ্চন। এই ছবিটি অভিষেক এবং ঐশ্বরিয়া জুটির পঞ্চম ছবি হতে যাচ্ছে। এর আগে দুজনকে চারটি ছবিতে একসঙ্গে দেখা যায়।

২০১৫ সালে ‘জাজবা’ দিয়ে কামব্যাক করার পর থেকে ঐশ্বরিয়া রাইকে ‘সরবজিত’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা গেছে। অপরদিকে গত বছর অভিষেকের ‘হাউজফুল ৩’ ছবিটি মুক্তি পেয়েছে।   

এই পাতার আরো খবর
up-arrow