Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৪ মার্চ, ২০১৭ ২১:৫৯
দীর্ঘদিন পর মৌসুমী-রিয়াজ
শোবিজ প্রতিবেদক
দীর্ঘদিন পর মৌসুমী-রিয়াজ

দীর্ঘদিন পর আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন মৌসুমী ও রিয়াজ। তারা এবার অভিনয় করবেন পি এ কাজলের ‘আমরাও পারি’ ছবিতে।

এই জুটি সর্বশেষ অভিনয় করেন ছয় বছর আগে ‘কুসুম কুসুম প্রেম’ ছবিতে। তাছাড়া ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মোল্লা বাড়ির বউ’ ছবিতে তাদের অনবদ্য অভিনয়ের কথা এখনো দর্শকের মনে আছে। ‘আমরাও পারি’ ছবির গল্প গড়ে উঠেছে বাংলাদেশ মহিলা ফুটবলারদের গৌরবগাথা ইতিহাসকে ঘিরে। ছবির ইংরেজি নাম হবে ‘ওভারকাম’। এতে মৌসুমী অভিনয় করবেন একটি ফুটবল দলের ম্যানেজারের চরিত্রে।   আর রিয়াজ অভিনয় করবেন কোচের ভূমিকায়। এই দুজন ছাড়াও উল্লেখযোগ্য একটি চরিত্রে অভিনয় করবেন ওমর সানি। মে মাসে এই ছবির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

up-arrow