Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ মার্চ, ২০১৭ ২২:০৪
রং ঢং ছবিতে সেরা জামান
শোবিজ প্রতিবেদক
রং ঢং ছবিতে সেরা জামান

মডেলিং, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছেন ‘ভিট টপ মডেল’ সেরা জামান। গতকাল বান্দরবানে নতুন ছবির কাজ করে ঢাকায় ফিরেছেন। ছবির নাম ‘রং ঢং’-স্বপ্ন ও শয়তানের গল্প। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আহসান সারোয়ার। নতুন এ ছবিতে তার বিপরীতে থাকছেন আরমান পারভেজ মুরাদ। এরই মধ্যে ‘রং ঢং’ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুন্সীগঞ্জ, পানাম সিটি, কক্সবাজার, সিলেট, বান্দরবানসহ বেশ কিছু জায়গায় এ ছবির কাজ হয়েছে। এ ছবিতে সেরা জামানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। ব্ল্যাক শাইন প্রোডাকশন হাউস প্রযোজিত এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুত্ফর রহমান জর্জ, স্বাধীন খসরু, জামিল, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, শবনম পারভিন, প্রাণ রায়, শামিম হোসেন, মাখনুন, সোমা ফেরদৌস, আমিন আজাদ প্রমুখ।  ছবিতে সংগীত পরিচালনা করছেন ফুয়াদ নাসের বাবু, শামিম বুলেট, রোমান্স।

এই পাতার আরো খবর
up-arrow