Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ মার্চ, ২০১৭ ২২:০৬
ভিন্ন জনি ডেপ
শোবিজ ডেস্ক

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর জনপ্রিয় চরিত্র জ্যাক স্প্যারোরূপী অভিনেতা জনি ডেপ এবার ভিন্ন বেশে ফিরছেন। বরাবরের মতো এবারও তিনি দস্যু রূপে পর্দায় আসছেন। তবে জনি ডেপকে দেখা যাবে এবার যুবক রূপে। ডিজনির এই জনপ্রিয় সিনেমা সিরিজের পঞ্চম সিনেমা ‘ডেড ম্যান টেল নো টেলস’ আসছে আগামী বছর ২৬ মে। তার আগে ২ মার্চ এলো সিনেমাটির তৃতীয় ট্রেলার। রোমাঞ্চকর এই সিনেমা সিরিজের প্রথম দুটি ট্রেলারে দেখা মেলেনি তার। তবে এই ট্রেলারে প্রায় পুরোটা জুড়ে ছিলেন শুধুই তিনি। শুধু তাই নয়, ট্রেলারে দেখা মিলেছে যুবক বয়সী জ্যাক স্প্যারোর। এবার ছবিটি অনেকটাই অন্যরকম গল্প নিয়ে হাজির হচ্ছে। জানা গেল, এবার ডিজনির কল্যাণে ক্ষমতাহীন জলদস্যু দেখতে পাবেন দর্শকরা। প্রকাশিত ট্রেলারে জলদস্যুদের নেতাকে দেখা যায় ভুতুড়ে সাজে। সে তার হারানো ক্ষমতা ফিরে পেতে খুঁজে বেড়াচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে।

up-arrow