Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ মার্চ, ২০১৭ ২২:০০
কেটি পেরির বিচ্ছেদ
শোবিজ ডেস্ক
কেটি পেরির বিচ্ছেদ

গত বছর থেকে ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুমের সঙ্গে প্রেম করছেন মার্কিন গায়িকা কেটি পেরি। বিভিন্ন অনুষ্ঠানে তো বটে, এমন কি প্রকাশ্যেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে দুজনকে। তবে সেই প্রেমে এলো বিষাদের ছায়া। জানা গেছে, অরলান্ডোর কাছ থেকে আলাদা হয়েছেন কেটি পেরি। বেশ কয়েকদিন গণমাধ্যমে তাদের বিচ্ছেদের খবর পাওয়া যাচ্ছে। ব্যাপারটি কানে আসে তাদেরও। তাই প্রতিনিধিদের দিয়ে গত সপ্তাহে জানিয়ে দিলেন, ‘কোনো গুজব ও মিথ্যাচার প্রচারের আগেই জানাতে চাই, অরলান্ডো এবং কেটি পেরি সম্মানজনক ও ভালোবাসাপূর্ণ অবস্থায় থেকে একজন অন্যজনের কাছ থেকে বিচ্ছিন্ন আছেন।’ এই বার্তা দেওয়ার পর অবশ্য এই বিচ্ছিন্ন প্রেমিক যুগলকে একসঙ্গে অস্কার অনুষ্ঠানে দেখা গেছে। তারা একসঙ্গে ছবিও তুলেছেন। তখনো তাদের মধ্যে কোনো সমস্যার আঁচ পাওয়া যায়নি। কেটি পেরি নিজেও বিচ্ছেদ প্রসঙ্গে জানান, ‘সাবেক প্রেমিকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমি কোনো সমস্যা দেখছি না।’ গত বৃহস্পতিবার টুইটারে কেটি পেরি লিখেছেন, ‘২০১৭ নতুনভাবে কাটালে কেমন হয়! আপনারা আপনাদের সাবেক প্রেমিকের সঙ্গে বন্ধু হিসেবেও থাকতে পারেন, ভালোও বাসতে পারেন। এখানে কেউ ভিলেন হিসেবে দায়ী নয়। সবাই নতুনভাবে বাঁচুন!’

এই পাতার আরো খবর
up-arrow