সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

প্রাঙ্গণেমোরের নাট্যমেলা

শোবিজ প্রতিবেদক

নাট্যদল প্রাঙ্গণেমোর এবার সপ্তমবারের মতো নাট্যমেলার আয়োজন করতে যাচ্ছে। ১০ মার্চ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭’-এর উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ১০ থেকে ১৮ মার্চ ৯ দিনব্যাপী নাট্যমেলায় মঞ্চায়িত হবে ভারতের চারটি এবং বাংলাদেশের পাঁচটি নাট্যদলের নাটক। ভারতের নাটকগুলো হচ্ছে—কলকাতার সংসৃতি নাট্যদলের ব্রেন, নিভা আর্টস-এর ওরা আটজন, কল্যাণীর কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের ‘নূরলদীনের সারাজীবন’ ও দিল্লির বাংলা নাটকের দল গ্রিনরুম থিয়েটারের ‘অসুখ’ এবং বাংলাদেশের লোকনাট্য দলের ‘কঞ্জুস’, সুবচন নাট্য সংসদের ‘প্রণয় যমুনা’, নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’, থিয়েটার আর্ট ইউনিটের ‘মর্ষকাম’ এবং প্রাঙ্গণেমোরের ‘আমি ও রবীন্দ্রনাথ’। ‘তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব’ নাট্যমেলার মূল স্লোগান।

সর্বশেষ খবর