Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ মার্চ, ২০১৭ ২২:৩৪
বিজ্ঞাপনে জাহিদ-মৌসুমী
শোবিজ প্রতিবেদক
বিজ্ঞাপনে জাহিদ-মৌসুমী

নাটক সিনেমায় একাধিকবার একসঙ্গে কাজ করলেও বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার জাহিদ হাসান ও মৌসুমী একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে এই টিভিসিটির শুটিং হয়েছে। একটি বিয়ে বাড়ির আবহে উপস্থাপন করা হয়েছে এই বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনটিতে জাহিদ-মৌসুমী বর ও কনে পক্ষের অভিভাবক হিসেবে থাকবেন। গানের সুরে সুরে উপস্থাপন করা হবে এটি। পুরো সংগীতের কাজটি করেছেন হাবিব ওয়াহিদ। নাফিস রেজা মনির পরিচালনায় এটি একটি  ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপন। মূল শিল্পীরা ছাড়াও এতে ১৩৫ জন সহশিল্পী কাজ করছেন। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

up-arrow