Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ মার্চ, ২০১৭ ২২:৩৬
নতুন গানের দল ভব অ্যান্ড কোং
শোবিজ প্রতিবেদক
নতুন গানের দল ভব অ্যান্ড কোং

পথ চলা শুরু হয়েছে নতুন গানের দল ভব অ্যান্ড কোং-এর। ইতিমধ্যে ভব অ্যান্ড কোং শ্রোতাদের ভালোবাসা ও সমালোচকদের প্রশংসা কুড়াতে শুরু করেছে। মূলত সমসাময়িক ভিন্ন ধারার গান করে থাকে ভব অ্যান্ড কোং। দলটির ভোকাল শতাব্দী ভব বলেন, ‘ভব অ্যান্ড কোং কোনো তথাকথিত ব্যান্ড নয়, এটি একটি প্লাটফর্ম, একটা গানের দল। এ মুহূর্তে আমার সলো গানগুলোই পারফর্ম করছি। ভব অ্যান্ড কোং সঙ্গে আমাদের অন্যতম সদস্য বিপুলের সলো গানও রয়েছে। দলের নিজস্ব গান বা অ্যালবাম নিয়ে আমাদের কোনো তাড়া নেই। সময়-সুযোগ হলেই করে ফেলব।’ বর্তমানে স্টেজ ও মিডিয়া শো নিয়ে ভব অ্যান্ড কোং ব্যস্ত সময় পার করছে।

এই পাতার আরো খবর
up-arrow