Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ মার্চ, ২০১৭ ২৩:৩৫
মইষাল সজল
শোবিজ প্রতিবেদক
মইষাল সজল

সম্প্রতি অভিনেতা সজল মইষাল চরিত্রে অভিনয় করলেন। নাটকটির নাম মইষাল। হাবিবের রচনায় এটি পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মইষাল চরিত্রেই অভিনয় করেছেন সজল। সজল জানান, ‘শুটিংয়ের জন্য অনেক কষ্ট করেছি। শুটিং করতে গিয়েছিলাম মানিকগঞ্জের এক চরে। সেখানে খেজুরগাছে উঠেছি, চালাতে হয়েছে মহিষের গাড়িও। হতে হয়েছে মইষাল। আর দুপুরে শুধু মুড়ি খেয়ে দাঁড়িয়েছি ক্যামেরার সামনে।’ এ নাটকে আরও অভিনয় করেছেন  প্রভা, ওমর আয়াজ, শিল্পী সরকারসহ অনেকে। উল্লেখ্য, নাটকটি প্রচারিত হবে আগামী ঈদুল ফিতরে।

এই পাতার আরো খবর
up-arrow