বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আজ ‘নাগর আলীর কিচ্ছা’

শোবিজ প্রতিবেদক

আজ ‘নাগর আলীর কিচ্ছা’

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘দৃষ্টিপাত নাট্য সংসদের নাটক ‘নাগর আলীর কিচ্ছা’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ম আ সালাম। নদীভাঙন আর প্রকৃতির নির্মমতায় সহায়-সম্বলহীন সহজ সরল যুবক নাগর আলী ক্ষুধা আর দারিদ্র্যের কষাঘাতের কবল থেকে বাঁচার জন্য বুকভরা আশা আর স্বপ্ন নিয়ে ছোট মামার হাত ধরে ছুটে আসে রাজধানীতে। ভোরবেলা লঞ্চ থেকে নেমে শুরু হয় তার রাজধানীর জীবন। দিন যায় রাত আসে, রাত শেষ আবার দিন। এই সময়টুকুর মধ্যে রাজধানীর ব্যস্ত নাগরিক জীবন সম্পর্কে নাগর আলীর বিচিত্র অভিজ্ঞতাই এই নাটকের মূল প্রেক্ষাপট। ‘নাগর আলীর কিচ্ছা’ নাটকটিতে ঘুরে ফিরে নানানভাবে ২৯টি চরিত্র এসেছে। নাটকটিতে অভিনয় করবেন ম আ সালাম, কাজী আনিস, স্বপ্ন দাস, এস এ হক অলিক, কাজী এনামুল হক নিউটন, আকাশ আহমেদ, সালাম বাদল, স্নিগ্ধা শ্রাবণ, স. ম. হাসান, দ্বীন ইসলাম, শিউলী, শুক্লা হালদার, সবুজ মল্লিক, স্বপন সাহা, আজিম আহমেদ, মনির, শুভ, শফিক, জুয়েল, মাসুদ, পারভীন, মহসীন, কাজল, সোলায়মান, আবদুল হাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর