Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ মার্চ, ২০১৭ ২৩:৩৭
কান চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে কামার
শোবিজ প্রতিবেদক

এবার কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেলেন বাংলাদেশি নির্মাতা কামার আহমাদ সাইমন। কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ‘শুনতে কি পাও’ খ্যাত এই নির্মাতার নতুন চলচ্চিত্র ‘ডে আফটার টুমরোর চিত্রনাট্য নির্বাচিত হয়েছে কানের সিনেফন্ডেশন বিভাগের এল অ্যাটেলিয়ার কার্যক্রমের ১৩তম আসরে। বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের ১৫টি চিত্রনাট্য নির্বাচিত হয়েছে এবারের এল অ্যাটেলিয়ারে। নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে কান উৎসবের এই উদ্যোগ। সারা বিশ্ব থেকে ১৬ জন নির্মাতা আসবেন এবারের উৎসবে।

এই পাতার আরো খবর
up-arrow