Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১০ মার্চ, ২০১৭ ০০:০৬
জেলে যাচ্ছেন রণবীর কাপুর
শোবিজ ডেস্ক
জেলে যাচ্ছেন রণবীর কাপুর

সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ফিল্ম। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর।

নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন তিনি। নিজের স্বাস্থ্যকে সঞ্জয়ের ভারি চেহারার অনুরূপ করে তোলার জন্য ইতিমধ্যেই ১৩ কেজি ওজন বাড়িয়েছেন নিজের। এবার কারাবাসের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি এক সপ্তাহ ভূপাল জেলে কাটাতে চলেছেন বলে শোনা যাচ্ছে। আসলে যার ভূমিকায় তিনি অভিনয় করছেন, সেই সঞ্জয়ও যে বেআইনি অস্ত্র রাখার অপরাধে বছর খানেকের কারাদণ্ড ভোগ করেছিলেন। সঞ্জয় অবশ্য পুনের ইয়েরওয়াড়া জেলে দণ্ড ভোগ করেছিলেন।

up-arrow