শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রজনীকান্ত-অক্ষয়ের রোবট-২

পান্থ আফজাল

রজনীকান্ত-অক্ষয়ের রোবট-২

ফের শুরু হয়ে গেছে রোবট ২.০ নিয়ে টান টান উত্তেজনা। কারণ রজনীকান্তের রোবট’ এর সফলতার রেশ ছিল অনেকদিন। এই রেশ শেষ হতে না হতেই আসছে ‘রোবট ২’। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি সম্ভবত ভারতীয় ছবির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবির খাতায় নাম লেখাবে এটা নিশ্চিত করে বলা যায়। এর আগে ‘রোবট’ ছবিতে নায়ক ও ভিলেনের দ্বৈত চরিত্রেই অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সেই ধারাবাহিকতায় ‘রোবট ২’ ছবিতেও নায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তার নাম। তবে ছবিতে ভিলেন চরিত্রের জন্য যোগ্য হিসেবে নাম লিখিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় নির্মিতব্য এ সিনেমার তামিল সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘এনথিরান-২’। নির্মাতা এস শঙ্কর দীর্ঘ বছর ধরে রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি কাজে লাগিয়ে ‘রোবট-২’ নির্মাণের কথা ভাবলেও এবার  সুপারস্টার রজনীকান্তের সঙ্গে জুটি হিসেবে কাস্ট করেছেন অ্যামি জ্যাকসনকে। পূর্বে অক্ষয়ের আগে খলনায়ক চরিত্রে আমির খানের সঙ্গে নির্মাতাদের যোগাযোগের গুঞ্জন শোনা গিয়েছিল। অন্যদিকে একই চরিত্রে ‘টার্মিনেটর’-খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড সোয়ার্জনেগারেরও অভিনয় করার কথা শোনা বাতাসে ভেসে একসময় উবে যায়। কারণ, এ ছবিতে অভিনয় করতে আর্নল্ড শোয়ের্জনেগার দাবি করেছিলেন ১২০ কোটি রুপি। তবে চমক হচ্ছে, এ ছবির সংগীত পরিচালনায় থাকছেন এ আর রহমান। এটা ভক্তদের জন্য কিন্তু বাড়তি পাওয়া। ছবিটি নিয়ে এরই মধ্যে ফিল্ম-লাভারদের মধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক উত্তেজনা। কারণ, ভক্তরা এবার দেখার অপেক্ষায় আছে তাদের দুই সুপারস্টার এর মধ্যকার রসায়ন। অনেক আগেই অবশ্য পোস্টার এবং ২.০ এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। মুম্বাইয়ে একটি বড় ইভেন্টে ২.০-এর ফার্স্ট লুক উপস্থাপিত হয় এবং এটি উপস্থাপন করেন করণ জোহর। পোস্টার রিলিজের পরেই উন্মাদনা শুরু হয়েছে। যেন সমানভাবে রজনীকান্ত, অক্ষয় কুমার জুটি রীতিমতো টেক্কা দিচ্ছে। ‘রোবট ২.০-এর স্পেশাল কস্টিউম ডিজাইন করছেন মেরি ই ভট। স্টান্ট কোরিওগ্রাফার কেনি বেটস, ভিস্যুয়াল ইফেক্টস স্পেশালিস্ট জন হিউস এবং ওয়াল্ট জোন্স রয়েছেন রজনীকান্তের ছবিতে। শোনা যাচ্ছে, ছবিতে রয়েছে ভিনগ্রহীদের আনাগোনা। এ ছাড়া এ ছবিতে থাকছে স্পেশাল ভিএফএক্স ও গ্রাফিক্সের ক্যারিশমা। শুধু ভিজ্যুয়াল ইফেক্টের জন্যই একাধিক জাতীয় পুরস্কার পাওয়ার আশা করছে ছবিটি। পোশাকেও থাকছে চমক। অক্ষয়ের জন্য যে পোশাক নির্ধারণ করা হয়েছে, সেটা পরতেই দৈনিক ৬ ঘণ্টা সময় লাগবে তার। এটি দেখতে যেমন ভয়ঙ্কর হবে, তেমনি হবে একেবারেই আনকমন। অক্ষয় কুমারের শেষ কোন ছবি ফ্লপ করেছিল মনে পড়ছে? না পড়ারই কথা। যে চরিত্র করার জন্য স্বয়ং আর্নল্ড শোয়ার্জনেগারের কাছে তদবির করা হয়েছিল, সেই জায়গায় অক্ষয়! এ ছবিতে অক্ষয় ড. রিচার্ড অর্থাৎ কাকরূপী এক ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। প্রশ্ন উঠতেই পারে, নায়ক থেকে হঠাৎ অক্ষয়ের এই চরিত্রে অভিনয়ের সাধ জাগলো কেন? জানা গেছে, ছবিটির স্ক্রিপ্ট এতটাই ভিন্ন ধাঁচের ও আকর্ষণীয় ছিল যে, অক্ষয় সুযোগটা লুফে নিয়েছেন। অবশ্য এর সত্যতা স্পষ্ট হবে ছবিটি মুক্তির পর। তা ছাড়া

এক সিনেমায়ই নাকি অক্ষয় নেন ৪৫ কোটি রুপি, সেখানে রোবট অবশ্যই বিশেষ কিছু হতে যাচ্ছে। এ ছাড়া অক্ষয় এবং রজনীর যুদ্ধও নাকি দেখার মতো। বেশির ভাগ সিকোয়েন্স শুট করা হয়েছে রোয়াপেট্টায়। ইউক্রেনে হয়েছে ছবির বেশ খানিকটা শুটিং। সবমিলিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে রোবট টু তথা ‘২.০’। সব ঠিক থাকলে ২০১৭ সালের ১৮ অক্টোবর ব্যয়বহুল এই ছবির সিক্যুয়ালটি সারা ভারতে মুক্তি পেতে পারে। রজনীকান্ত ও অক্ষয়ের আকাশচুম্বী জনপ্রিয়তা এবার ছাড়িয়ে যাবে সমস্ত রেকডের্র সীমানা। অন্যদিকে, আগের রোবটে নিজেই নায়ক, নিজেই ভিলেন ছিলেন রজনীকান্ত। কিন্তু এবার কি অক্ষয় ভিলেনের জায়গাটা নিতে পারবেন? সেটাই এখন দেখার অপেক্ষায়...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর