Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১২ মার্চ, ২০১৭ ২২:১৫
রাখীর গোপন ভিডিও
শোবিজ ডেস্ক
রাখীর গোপন ভিডিও

আবার বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত। এবার ফাঁস হলো তার পোশাক বদলানোর ভিডিও।

আর সেই ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কে করল এমন কাজ? কি করেই বা রাখির পোশাক বদলানোর ভিডিও রেকর্ড হলো? রাখি বলেন, আমি ভিডিওটি দেখেছি আর আমি এটি দেখে খুবই আপসেট। ১১ বছর ধরে সিনেমা জগতে আছি।   এ ধরনের ঘটনার সম্মুখীন আগে কখনো হইনি। তবে ভিডিওর মেয়েটি আমি নই। আমি জানি না ভিডিওতে আমার মতো দেখতে মেয়েটি কে? হয়তো আমার ডুপ্লিকেট। ’ রাখী বলেন, ‘কখনও মনে হচ্ছে এটি আমিই। যাক, যামি জানি না কি ভাববো। ’ রাখীর এ দু’রকমের মন্তব্যের পরই অনেকের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি তিনি নিজেই ওই ভিডিও ভাইরাল করেছেন। ঘটনা যাই হোক না কেন রাখি যে আবার বিতর্কের মুখে পড়েছেন এটিই এখন সত্য।

up-arrow