Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ মার্চ, ২০১৭ ২২:৩৫
পরিচালক প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পাওয়া প্রদীপ্ত সরকার, বিপরীতে ঋত্বিক চক্রবর্তী
এবার কলকাতার ছবিতে জ্যোতিকা জ্যোতি
শোবিজ প্রতিবেদক
এবার কলকাতার ছবিতে জ্যোতিকা জ্যোতি

বাংলাদেশের চলচ্চিত্রে গত কদিনে কলকাতার অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণ বেড়েছে আশঙ্কাজনক হারে। সেই তুলনায় জয়া আহসান একাই এখান থেকে কলকাতায় গিয়ে লড়াই করছেন। এর বাইরেও কয়েকজন কাজ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলো অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নাম। ভিন্ন চরিত্রে অভিনয় করে বরাবরই প্রশংসা কুড়িয়েছেন জ্যোতি। বিশেষ করে গত বছর বড়পর্দায় তার অভিনীত ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি মুক্তি পায়। সেখানে তার অভিনয় প্রশংসিত হয়। গত কিছুদিন ধরে নাটক থেকে অনেকটাই দূরে আছেন জ্যোতি। এর পেছনের কারণ নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। তবে কয়েকবার বলেছেন, ‘চমক আছে।’ সেই চমকটা খোলাসা হলো এতদিনে। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় উঠে আসেন প্রদীপ্ত ভট্টাচার্য। তার নতুন ছবিতেই চুক্তিবদ্ধ হয়েছেন জ্যোতি। এ প্রতিবেদকের সঙ্গে কথা হতেই চমকে উঠলেন জ্যোতি। ‘আপনারা কোথা থেকে জানলেন?’ সোর্স না বলেই সব তথ্য গড়গড় করে জানিয়ে দেওয়ার পর আর অস্বীকার করলেন না জ্যোতি। ‘আসলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানোর ইচ্ছা ছিল। তা ছাড়া পরিচালকও এখনো সবকিছু খোলাসা করেননি। আমার তাই এখন কিছু বলা বারণ আছে। তবে এটা ঠিক আমি আসলেই এই ছবিটা করছি।’ বাকিটা ব্যক্তিগত’ ছবির জন্য পরিচালক হিসেবে প্রদীপ্তর আলাদা পরিচিতি আছে। জানা গেছে, এই ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করছেন আরেক জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ছবিটি নির্মিত হচ্ছে শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস অবলম্বনে। তবে উপন্যাসের নাম এখনই প্রকাশ করতে রাজি নন পরিচালক ও নায়িকা জ্যোতি। তবে জানা গেছে, পুরনো আমলের গল্পকে ২০১৭ সালের আবহে রূপদান করা হচ্ছে এখানে। আর ছবির নাম হবে উপন্যাসের নামেই। জ্যোতিকা বলেন, ‘সবকিছু ঠিক থাকলে মে মাসেই ছবির কাজ শুরু হওয়ার কথা।’ উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতার নন্দন মিলনায়তনে জ্যোতিকা জ্যোতি  ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ আয়োজনে যোগ দিয়েছিলেন। সেখানকার দর্শকের সঙ্গে উপভোগ করেছেন নিজের ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি। মূলত সেখান থেকেই জ্যোতির সঙ্গে ওখানকার লোকজনের পরিচয় এবং আস্তে আস্তে এই কাজের সঙ্গে জড়িয়ে যাওয়া।                   

এই পাতার আরো খবর
up-arrow