বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
জাজের বলিউড ভেঞ্চার

শ্রদ্ধার নায়ক শাকিব নাকি শুভ?

আলাউদ্দীন মাজিদ

শ্রদ্ধার নায়ক শাকিব নাকি শুভ?

শ্রদ্ধা কাপুর

বাংলাদেশের এই সময়ের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র নির্মাণের শুরু থেকেই নানা চমক দেখিয়ে আসছে। ডিজিটাল পদ্ধতির চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন, নতুন মুখ উপহার, পাইরেসি রোধে ভূমিকা রাখা, যৌথ আয়োজনে নতুনত্ব উপহার দেওয়াসহ আরও অনেক চমক। এবার জাজের নতুন চমকে যোগ হলো হিন্দি সিনেমা নির্মাণ। আর তাতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই খবরটি পুরনো হলেও নতুন খবর আর সবচেয়ে বড় চমক হলো শ্রদ্ধার বিপরীতে অভিনয় করবেন ঢাকার একজন নায়ক। কে হবেন শ্রদ্ধার নায়ক? এমন প্রশ্নে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ জানান, আমি চাই শাকিব খান অথবা আরেফিন শুভ এই ছবিতে কাজ করুক। কারণ তারা একদিকে যেমন বাংলাদেশে বিশাল জনপ্রিয়তা পেয়েছেন ঠিক তেমনি যৌথ আয়োজনের ছবির মাধ্যমে ভারতসহ বিশ্বে পরিচিতি লাভ করেছেন। তাদের সঙ্গে কথা বলার পর বিষয়টি চূড়ান্ত করতে চাই। আশা করি এই সপ্তাহের মধ্যেই এই দুজনের মধ্যে একজন হয়ে যাবেন শ্রদ্ধা কাপুরের নায়ক। আবদুল আজিজ বলেন, ছবিটি যৌথ প্রযোজনায় নির্মাণ হবে না। এককভাবে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করবে ছবিটি। ছবিটি পরিচালনা করবেন বলিউডের একজন খ্যাতনামা নির্মাতা। এই নির্মাতার নাম শিগগিরই ঘোষণা করা হবে। আর এটি হিন্দি ও বাংলা দুই ভার্সনেই মুক্তি পাবে। সারা বিশ্বে ছবিটি মুক্তি দেওয়া হবে। আবদুল আজিজ বলেন, যখন চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন থেকেই আমার স্বপ্ন ছিল বলিউডে আমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া হিন্দি ভাষার ছবি নির্মাণ করবে। আর এই স্বপ্ন পূরণে প্রথমে স্থানীয়ভাবে তারপর কলকাতার সঙ্গে যৌথ আয়োজনে ছবি নির্মাণ করেছি। আর এখন আমার দীর্ঘদিনের সেই লালিত স্বপ্ন মানে হিন্দি ছবি নির্মাণ হতে চলেছে। সব কার্য পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্তও হয়ে গেছে। শুধু ছবির নাম এখনো ঠিক করা বাকি রয়ে গেছে। গল্প ও স্ক্রিপ্ট  তৈরি হয়ে গেছে। পাণ্ডুলিপি তৈরি করেছে জাজ টিম। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে। ভারত ও বাংলাদেশে শুটিং চলবে। আর গানের দৃশ্য চিত্রায়ণ হবে ইউরোপে। অ্যাকশন ও ফাইট দৃশ্য পরিচালনা করবেন থাইল্যান্ডের খ্যাতনামা ফাইটার জাইকা। কোরিওগ্রাফার হিসেবে থাকছেন মুম্বাইর আদিল শেখ। এ ছাড়া বাংলাদেশের খ্যাতিমান কলাকুশলীরাও ছবিটিতে কাজ করবেন।  রোমান্টিক এবং অ্যাকশন গল্পে নির্মিত হবে ছবিটি। ভিন্ন ধারার গল্প, অন্যরকম গান, বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্ট দিয়ে এই ছবিটির মাধ্যমে বিশ্বে ইতিহাস তৈরি করতে চাই, বললেন জাজের কর্ণধার আবদুল আজিজ।

সর্বশেষ খবর