বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এবার বর্ণাঢ্য জাতীয় চলচ্চিত্র দিবস

শোবিজ প্রতিবেদক

৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এবার দিবসটি হবে আরও জমকালো ও বর্ণাঢ্য। এফডিসি সূত্রে এমনটি জানা গেছে। ওই দিন সকাল ১০টায় এফডিসির ডাবিং থিয়েটারের সামনে স্থাপিত মঞ্চে দিবসের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দিবসের অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে র‌্যালি, স্মরণিকা প্রকাশ, টক শো, মেলা, রেড কার্পেট সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শন, চলচ্চিত্র প্রদর্শন, সেমিনার, শিশু-কিশোরমেলা, নাগরদোলা, বায়োস্কোপ, পুতুল নাচসহ নানা আনন্দ আয়োজন। বিকাল ৫টা থেকে শুরু হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সবই হবে এফডিসি চত্বরে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই দিবসটির তত্ত্বাবধান করবে এফডিসি।

প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনে নায়করাজ রাজ্জাককে চেয়ারম্যান করে ১০০ সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব হলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ। কো-চেয়ারম্যান হলেন, মির্জা আবদুল খালেক, গুলজার, খসরু ও মোর্শেদুল ইসলাম। এ ছাড়া ১০টি উপকমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে সিনিয়র সাংবাদিক আবদুর রহমানকে আহ্বায়ক ও এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়াকে সদস্য সচিব করে ২৬ সদস্যের প্রচার উপকমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সাংবাদিক তানভীর তারেক, আবদুল্লাহ জেয়াদ, আলাউদ্দীন মাজিদ, সৈকত সালাউদ্দীন, মঈন আবদুল্লাহ, মীর সামি প্রমুখ।

সর্বশেষ খবর