বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আইয়ুব বাচ্চুর সাউন্ড অব সাইলেন্স

শোবিজ প্রতিবেদক

আইয়ুব বাচ্চুর সাউন্ড অব সাইলেন্স

গিটারের সঙ্গে তার প্রেম। প্রেমের নামই গিটার। বলা হচ্ছে আইয়ুব বাচ্চুর কথা। গিটারপ্রেমীদের তৃষ্ণা মেটাতে সাউন্ড অব সাইলেন্স নিয়ে ২৪ মার্চ ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে আসছেন গিটার জাদুকর। এই সলো গিটার শোতে দুই ঘণ্টা শ্রোতাদের গিটার দিয়ে মাতিয়ে রাখবেন আইয়ুব বাচ্চু। ভক্তদের জন্য এমন একটি গিটার শো আয়োজন করার জন্য অনুরোধ বহুদিন ধরেই ছিল। সেই অনুরোধে সাড়া দিয়েছেন আইয়ুব বাচ্চু। ভক্তদের কাছে দেওয়া কথা রাখতেই আইয়ুব বাচ্চু আসছেন তার প্রথম গিটার শো নিয়ে। গিটারের পাশাপাশি অনুষ্ঠানে আসা দর্শকরা আইয়ুব বাচ্চুর কণ্ঠে জিমি হেনড্রিক্স ও ডিপ পার্পলের দুটি গান শুনতে পাবেন। আইয়ুব বাচ্চু বলেন, ‘আমাদের দেশে এ ধরনের শো খুব একটা হয় না। ভক্তদের অনুরোধ ছিল আমারও একটা তাড়না ছিল। এ থেকেই শুধু গিটার নিয়ে লাইভ কনসার্টের পরিকল্পনাটা করেছিলাম।’

সাউন্ড অব সাইলেন্স শুরু হবে সন্ধ্যায়। অনুষ্ঠানটির আয়োজক উইজার্ড শোবিজ, ডিজে প্রো ও এবি কিচেন। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।

সর্বশেষ খবর