শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মুম্বাই যাচ্ছেন রুনা লায়লা

শোবিজ প্রতিবেদক

মুম্বাই যাচ্ছেন রুনা লায়লা

রুনা লায়লা বাংলা গানকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বজুড়ে।  দেশ-বিদেশে তার কণ্ঠে মন্ত্রমুগ্ধ শ্রোতারা। সে জাদুতে অবগাহন করতে মুখিয়ে আছে মুম্বাই। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৬ মার্চ বিশেষ একটি অনুষ্ঠান করতে যাচ্ছে ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। সেই জমকালো অনুষ্ঠানে রুনা লায়লা বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন। ইতিমধ্যে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ কিংবদন্তি এই কণ্ঠশিল্পী ও সার্কের শুভেচ্ছাদূত রুনা লায়লাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। ২৬ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অ্যাপোলো ব্যান্ডার সড়কে তাজমহল প্যালেস হোটেলের বলরুমে শুরু হবে অনুষ্ঠানটি। রুনা লায়লার কণ্ঠে দেশের গান, মুক্তিযুদ্ধের গান শোনার অধীর অপেক্ষায় রয়েছে মুম্বাই। অনুষ্ঠানে রাত ৮টায় বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন। 

রুনা লায়লা এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তার ভালো লাগার কথা জানিয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান গাওয়ার অনুভূতি এবং সার্কের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করবেন তিনি। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিসের স্ত্রী অম্রুতা ফাড়নাবিস। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মহারাষ্ট্র সরকারের মুখ্য সচিব সুমিত মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত হতে রুনা লায়লা ২৫ মার্চ মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। মুম্বাই থেকে ২৮ মার্চ ব্যক্তিগত কাজে তিনি যাবেন কলকাতায়। তারপর ফিরবেন ঢাকায়।

সর্বশেষ খবর