শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘শিবানী সুন্দরী’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

কেন্দ্রীয় কারাগারে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’

স্বাধীনতা দিবস উপলক্ষে কাল শনিবার পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। ২৭ মার্চ শেষ হবে তিনদিনের এ প্রদর্শনী।

 

আজ কুড়িগ্রামে অ্যাক্রোবেটিক শো

আজ কুড়িগ্রামের বিজয় মঞ্চে প্রদর্শিত হবে অ্যাক্রোবেটিক শো।

প্রদর্শনীটির গবেষণা, পরিকল্পনা-সমন্বয় ও উপস্থাপনায় থাকছেন সুজন মাহাবুব।

‘সুফি সংগীতের ভাব’ শীর্ষক প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে আজ শুক্রবার শুরু হচ্ছে  এ. জেড. শিমুলের ‘সুফি সংগীতের ভাব’ শীর্ষক চিত্র প্রদর্শনী। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।

 

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে বইমেলা

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উদযাপনে শিশু একাডেমিতে চলছে ১১ দিনের বইমেলা। এ মেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

নাটক

 

আজ  ‘শিবানী সুন্দরী’

আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘শিবানী সুন্দরী’। সালাম সাকলাইন রচিত নাকটি নির্দেশনা দিয়েছেন দিবাশীষ ঘোষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর