সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আজ ‘আয়না বিবির পালা’

শোবিজ প্রতিবেদক

আজ ‘আয়না বিবির পালা’

‘আয়না বিবির পালা’ নাটকের একটি দৃশ্য

আজ সোমবার মঞ্চস্থ হবে নাট্যধারার ২০তম প্রযোজনা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘আয়না বিবির পালা’। বিশ্ব নাট্যদিবস উপলক্ষে বিকাল ৬টা ৩০ মিনিটে, জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই নাটকটি প্রদর্শিত হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় রবিউল আলম। নব-নির্দেশনা ও কোরিওগ্রাফি করেছেন লিটু সাখাওয়াত। লোক সাহিত্য সংকলনে ময়মনসিংহ গীতিকার ‘আয়না বিবির পালা’ প্রাচীন নারীদের প্রতি সমাজের অমানবিকতার একটি ঘৃণিত দৃষ্টান্ত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লিটু সাখাওয়াত, হাসান মাহমুদ পলাশ, হাফসা আক্তার জাহি, রহিম পারভেজ,সব্যসাচী চঞ্চল, মাইনুল খান স্মরণ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর