রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মঞ্চ নাটক নিয়ে ঢাকা আসছেন নাসিরুদ্দিন শাহ

পান্থ আফজাল

মঞ্চ নাটক নিয়ে ঢাকা আসছেন নাসিরুদ্দিন শাহ

ঢাকার দর্শক নাসিরুদ্দিন শাহের অভিনয় মঞ্চে সরাসরি দেখতে পাবেন আগামী ২১ এপ্রিল। ওইদিন সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী মিলনায়তনে ‘ইসমাত আপাকে নাম’ শিরোনামের নাটক মঞ্চস্থ হবে

 

পদ্মভূষণ, পদ্মশ্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী দুর্দান্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ভারতীয় উপমহাদেশের অন্যতম এই শক্তিমান অভিনেতা ঢাকায় আসছেন। চলচ্চিত্রে প্রশংসনীয় ও চ্যালেঞ্জিং সব ভূমিকায় অভিনয়ের জন্য তিনি যেন অদ্বিতীয়। এবার তাকেই সরাসরি মঞ্চ নাটকে অভিনয় করতে দেখতে পাবেন বাংলাদেশের নাট্যপ্রেমীরা। সুখবরটি কয়েকদিন ধরেই বিনোদনপাড়ায় আলোচিত হচ্ছিল। সরাসরি তার অভিনয় দেখতে অধীর আগ্রহে দিন গুনছে ঢাকাবাসী। নাসিরুদ্দিন শাহ চলচ্চিত্রে অসীম জনপ্রিয়তার পাশাপাশি মঞ্চ নাটকে আলোকিত অভিনেতা। ঢাকার দর্শক এই শক্তিশালী অভিনেতার অভিনয় মঞ্চে সরাসরি দেখতে পাবেন আগামী ২১ এপ্রিল। ওইদিন সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নবরাত্রী মিলনায়তনে ‘ইসমাত আপাকে নাম’ শিরোনামের নাটক মঞ্চস্থ হবে। নাসিরুদ্দিন শাহ ও তার নির্দেশিত এই নাটকটি ঢাকায় নিয়ে আসছে ব্লুজ কমিউনিকেশনস। ব্লুজ কমিউনিকেশনস এরই মধ্যে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব, সুফি উৎসব, জ্যাজ ও ব্লুজ উৎসব বা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কোরিওগ্রাফার আকরাম খানের ‘দেশ’-এর মতো ব্যতিক্রম সব আয়োজন উপহার দিয়েছে। মূলধারা ও ধ্রুপদী ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য নাসিরুদ্দিন শাহ বিখ্যাত। ‘ইসমাত আপাকে নাম’ তার নির্দেশিত ও অভিনীত এক অনন্য সৃষ্টি। নাটকে খ্যাতিমান লেখক ইসমাত চুঘতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। ‘চুই মুই’, ‘ঘরওয়ালি’ ও ‘মুঘল বাচ্চা’ গল্প তিনটির মধ্য দিয়ে তুলে ধরেছেন পুরুষ নিয়ন্ত্রিত সমাজে নারী ও তার অস্তিত্ব রক্ষার ভিন্ন তিন কাহিনী। শিক্ষণীয় বার্তার পাশাপাশি এতে রয়েছে ব্যঙ্গ, হাস্যরস ও বুদ্ধিমত্তার ছটা। সিটি ব্যাংক নিবেদিত এ নাটকে আরও অভিনয় করছেন রত্না পাঠক শাহ ও হিবা শাহ।

সর্বশেষ খবর