প্রাণ নেই, মান নেই চলচ্চিত্রের গানে
প্রাণ আর মান হারিয়েছে চলচ্চিত্রের গান। ষাট, সত্তর কিংবা আশির দশকের মতো এখনকার গানের কথা ও সুর দর্শকহৃদয়ে সাড়া জাগাতে পারছে না। তখনকার গানগুলো এখনো গুনগুন করে শ্রোতারা। গীতিকার কে জি মোস্তফার লেখা এবং তালাত মাহমুদের কণ্ঠে ষাটের দশকে এহতেশাম নির্মিত ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের গান ‘তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে’ কিংবা একই গীতিকারের সত্তরের দশকে অশোক ঘোষ নির্মিত…